২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

সরাইল সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন

খাজা মঞ্জুর মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সরাইল উপজেলার ঐতিহ্যবাহী সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরাইল সরকারি কলেজ শাখার কার্যক্রমে গতিশীলতা আনতে সরাইল সরকারি কলেজের ছাত্রদল নেতা মিজানুর রহমান আশিককে সভাপতি ও নজরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ ফখরুদ্দিন আহমেদ বিজয়কে সাধারণ সম্পাদক, সিফাত ইসলাম নূরকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মুক্তা আক্তারকে যুগ্ম সাধারণ সম্পাদক, ফাহাদ খানকে সাংগঠনিক সম্পাদক ও উম্মে সাদিয়াকে ছাত্রী বিষয়ক সম্পাদক মনোনীত করে সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দানের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান আশিক জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ প্রতিবেদককে তিনি বলেন জেলা নেতৃবৃন্দ আমাদের উপর যে দ্বায়িত্ব অর্পণ করেছেন আমরা তা যথাযথভাবে পালনের মাধ্যমে সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলকে সুসংগঠিত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top