৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৭ হিজরি

ঈদুল আজহার আগে রেমিট্যান্সে সুখবর, তিন দিনেই দেশে এসেছে ৬০ কোটি ডলার

নিজস্ব প্রতিনিধি:

ঈদুল আজহার পূর্বে দেশের অর্থনীতিতে স্বস্তি ও আশার বার্তা নিয়ে এসেছে প্রবাসী আয়ের প্রবাহ। জুন মাসের প্রথম তিন দিনে (১-৩ জুন) প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ হাজার ৪২৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে জানা যায়, এই বড় অঙ্কের রেমিট্যান্স দেশের অর্থনীতি ও বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে কুরবানির পশু কেনা, পোশাক, উপহার এবং অন্যান্য পারিবারিক খরচের জন্য প্রবাসীদের পাঠানো অর্থ ঈদের কেনাকাটায় উৎসাহ যোগাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদ সামনে রেখে সাধারণত রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন দেখা যায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। মে মাসে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। টাকায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি মাসেই রেমিট্যান্সের পরিমাণ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে এসেছে ২ হাজার ৭৫০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬১৩ কোটি ৩০ লাখ ডলার বেশি।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহে এ ধরনের স্থিতিশীলতা ও ঊর্ধ্বগতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বাজারে ডলারের জোগান নিশ্চিত করতে সহায়তা করছে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইতিবাচক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top