৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনোহরদীর শেখেরটেকে উৎসবমুখর পরিবেশে ‘মিনিফুটবল’ সিজন ৫ অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শেখেরটেক গ্রামে বিকেল অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত ‘শেখের টেক মিনিফুটবল আনন্দ উৎসব ২০২৫ – সিজন ৫’। বছরের পর বছর ধরে স্থানীয় যুবকদের মাঝে খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন জোরদার করতে আয়োজিত হয়ে আসছে এই উৎসব। এবারের টুর্নামেন্টেও তার ব্যতিক্রম হয়নি।

দুটি প্রতিদ্বন্দ্বী দল ডাইনামিক ফাইটার্স বনাম বর্ণমালা সেভেন স্টার মুখোমুখি হয় এক জমজমাট খেলায়। মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস আর করতালিতে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখের বাজারের সুপরিচিত ব্যবসায়ী জনাব মোস্তুফা কামাল। তিনি তার বক্তব্যে বলেন, “এই এলাকার যুব সমাজ যেমন শৃঙ্খলাপূর্ণ, তেমনি বিনয়ী ও সৃষ্টিশীল। আজকের এই আয়োজন তার প্রমাণ। আমি চাই, এমন আয়োজন যেন ধারাবাহিকভাবে চলমান থাকে, যাতে তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে গঠনমূলক পথে নিজেদের গড়ে তুলতে পারে।”

বিশিষ্ট ব্যবসায়ী মো: আতিকুর রহমানের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যাংক শেখের বাজার শাখার এজেন্ট ব্যাংকিং মো. শফিকুল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন – মাওলানা নজরুল ইসলাম মিন্টু, মো. তারা মিয়া, বোরহান উদ্দিন ও মো. নূরুল আমিন।

অনুষ্ঠানটির পরিচালনায় ছিলো: মো. সানজিদ আহামেদ সোহাগ, মোহাইমিনুল ইসলাম শুভ, শাখাওয়াত হোসেন, মিজানুর রহমান, আনোয়ার হোসেন মন্জু, জাহিদ হাসান ও মাজহারুল ইসলাম জোনাইদ।

সরেজমিনে দেখা যায় প্রথমার্ধেই দুই দল একে অপরকে সমানভাবে চাপে রাখে। দ্বিতীয়ার্ধে উভয় দল একটি করে গোল করায় ৫০ মিনিটের ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে নাটকীয়ভাবে ডাইনামিক ফাইটার্স দল জয় ছিনিয়ে নেয়। দর্শকদের করতালির মধ্যে দিয়ে বিজয়ীরা মাঠ ছাড়ে।

খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন সভাপতি আতিকুর রহমান

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top