৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেখেরটেক মিনিফুটবল আনন্দ উৎসব ২০২৫: ফাইনাল খেলা সম্পন্ন, উৎসবমুখর পরিবেশে সমাপ্তি

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

শেখেরটেক স্পোর্টিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘মিনিফুটবল আনন্দ উৎসব ২০২৫’-এর ফাইনাল পর্ব। শুক্রবার বিকাল ৪টায় শেখেরটেক মাদরাসা মাঠে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে বর্ণমালা সেভেন স্টার ১-০ গোলে ডাইনামিক ফাইটার্সকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি এবং নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাবো) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলম।

বক্তব্যে তিনি বলেন,“খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলিত ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে। শেখেরটেকের মতো জনপদে এমন আয়োজন তরুণদের মাঝে আশার আলো জ্বালায়। ভবিষ্যতেও আমি এ ধরনের ইতিবাচক কর্মসূচির পাশে থাকব।”

প্রধান অতিথির পাশাপাশি উদ্বোধনী বক্তব্য দেন ওয়ালটনের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর বারিক হাসান। সভাপতিত্ব করেন শেখেরটেক জামে মসজিদের খতিব মাওলানা হাদিউল ইসলাম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন, এবং পৃষ্ঠপোষকতা করেন তরুণ সমাজসেবক মো. মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
শফিকুল ইসলাম জুয়েল, জায়েদ বিন আমজাদ, মাওলানা বিলাল হোসাইন, নূরুল আমিন ফরাজী, সোহেল মাহমুদ ও মো. জহিরুল ইসলাম।

মিডিয়া পার্টনার ছিলেন:
মনোহরদী প্রেসক্লাব সভাপতি মো. আসাদুজ্জামান নূর, সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, আব্দুল কুদ্দুস এবং আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ ।

সহযোগিতায় ছিলেন:
ইসমাইল মাহমুদ (চালাচর বাজার), নগর হাসপাতাল নরসিংদী, কিরন স্টুডিও অ্যান্ড এয়ার ট্র্যাভেলস, রাকিব ইলেকট্রনিক্স ও শেখেরটেক আল-কোরআন মক্তব একাডেমি।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অতিথিরা তরুণদের খেলাধুলা ও সামাজিক সম্প্রীতিতে অংশগ্রহণে উৎসাহিত করেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top