৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে শাহীন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার বিজি ইউনিয়ন একাডেমি মাঠে শুরু হয়েছে বিএনপির প্রয়াত নেতা ও সুবিদপুর ইউনিয়নের জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫। শুক্রবার (১৩ জুন) বিকেল ৪টায় জমকালো আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব মোঃ মনিরুজ্জামান তালুকদার। উদ্বোধন ঘোষণা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদ খান।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মোঃ শহিদুল ইসলাম এবং গীতাপাঠ করেন মিন্টু নট্ট। স্বাগত বক্তব্য দেন বিজি ইউনিয়ন একাডেমির প্রধান শিক্ষক মোঃ আলী হায়দার সিকদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল কবির মিঠু, বিএনপি নেতা মাসুম বিল্লাহ স্বপন, আঃ লতিফ মোল্লা, মোঃ শহিদুল ইসলাম সাঈদ, ফিরোজ আলম জোমাদ্দার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা লিটন মোল্লা ও ছাত্রদলের সাবেক সভাপতি সরদার সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান তালুকদার বলেন।  খেলাধুলা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজে মাদক থেকে তরুন যুবকদের দূরে রাখা যায়।  তাই এরকম খেলাধুলার আয়োজন গ্রামগঞ্জে গড়ে উঠুক মাদক থেকে দূরে থাকুক আমাদের যুব সমাজ।

টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে। প্রথম পুরস্কার ৬০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা। বেলুন ও পায়রা উড়িয়ে এবং ব্যান্ড পরিবেশনার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে এই টুর্নামেন্ট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক আঃ কাদের খান, অফিসার ইনচার্জ মোঃ বাদল তালুকদার, বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ বাবলু তালুকদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ, বিএনপি নেতা জাকির খান, ছাত্রদল নেতা সজল তালুকদার, তানভীর খান, সাগর হোসেনসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

দীর্ঘদিন পর প্রিয় নেতার স্মৃতিকে স্মরন করে এমন আয়োজনকে সাদরে গ্রহন করে উজ্জীবিত স্থানীয় বাসিন্দারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top