৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

বেসিসের নির্বাচনে প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ৬ শতাংশ

সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বুধবার (৮ মে) সকাল ১০টা থেকে রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। চারটি ক্যাটাগরিতে ছয়টি বুথে এ ভোটগ্রহণ করা হচ্ছে।

নির্বাচনে এবার বেসিসের এক হাজার ৪৬৪ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন। তাদের ভোটে কার্যনির্বাহী কমিটির ১১ জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে বেসিসের সাধারণ সদস্য শ্রেণি থেকে আটজন এবং সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্য শ্রেণি থেকে একজন করে নির্বাচিত হবেন।

এদিকে, ভোটগ্রহণের প্রথম ঘণ্টায় ছয় শতাংশ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা বোর্ড।

বেসিসের এবারের নির্বাচনে ১১ পদে এবার লড়ছেন ৩৩ জন প্রার্থী। তিনটি আলাদা প্যানেলে ভাগ হয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলগুলো হলোটিম সাকসেস, ওয়ান টিম ও টিম স্মার্ট।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top