১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শান্তর ব্যাটে ফিরল আত্মবিশ্বাস, গলে গড়লেন ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি

নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টেস্টে শতকের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার গলে চলমান টেস্ট ম্যাচে ২০২ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ শতক পূর্ণ করেছেন বাংলাদেশ অধিনায়ক। এই ইনিংসের মাধ্যমে প্রায় দেড় বছর পর সাদা পোশাকে তিন অঙ্কের দেখা পেলেন শান্ত।

সর্বশেষ ২০২৩ সালের ২৮ নভেম্বর, মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১০৫ রান। তারপর বহু ইনিংস পেরিয়ে গেলেও সেঞ্চুরির খরা কাটছিল না। এবার গলে সেই হতাশার অবসান ঘটালেন লঙ্কান বোলিং আক্রমণ সামলে।

দিনের শুরুতেই বাংলাদেশ ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে দলের হাল ধরেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনের দৃঢ় জুটিতে ম্যাচে ফিরেছে সফরকারীরা।

শান্ত তার ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন। অন্যপ্রান্তে অভিজ্ঞ মুশফিকও খেলছেন দারুণ এক ইনিংস, তিনি এগোচ্ছেন নিজের সেঞ্চুরির পথে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭৫ ওভারে ৩ উইকেটে ২৩৯ রান। শান্ত ১০১* এবং মুশফিক ৮৭* রানে অপরাজিত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top