১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ আমিরুল হক,  রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিণবাড়ি গ্রামে পানিতে ডুবে মোঃ নাইম মন্ডল (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাইম মন্ডল একই গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে নাইম বাড়ির পাশে খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এই মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শিশু সন্তান হারিয়ে বাবা-মা ও স্বজনরা হতবিহ্বল হয়ে পড়েছেন। একই সঙ্গে পুরো এলাকাজুড়েও নেমে এসেছে শোকের ছায়া।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top