১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ধানের শীষের বিজয় এবং বিএনপি নিরাপদ জাকারিয়া পিন্টুর হাতেই- জনসভায় বক্তরা

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

সদ্য কারামুক্ত ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের এমপি প্রার্থী জাকারিয়া পিন্টুকে শুক্রবার (২৭) জুন রাতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ঈশ্বরদী ইপিজেড ব্যাবসায়ী সমিতির আয়োজনে ইপিজেড মোড়ে অনুষ্ঠিত পিন্টু’র গণসংবর্ধনা অনুষ্ঠানে দলীয়, অংগ ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষের ঢল নামে।

শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় মৃত্যুদন্ড হতে কারামুক্ত জাকারিয়া পিন্টুকে মোটর সাইকেলের শোভাযাত্রা করে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। এসময় আইকে রোড ও ইপিজেড সড়কে যানজটের সৃষ্টি হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিজেড ব্যাবসায়ী সমিতির সভাপতি ইব্রাহীম হোসেন।

এসময় বক্তরা বলেন, ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা ৪) আসনের তরুণ প্রজন্মের প্রথম চাওয়া জননেতা জাকারিয়া পিন্টুর হাতে ধানের শীষের প্রতিক তুলে দেওয়া। আমাদের গর্ব আমাদের এলাকার সন্তান জাকারিয়া পিন্টুই তৃণমূলের পছন্দের প্রার্থী। তাই ২০ কোটি মানুষের আশা-আকাঙ্খার প্রতীক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের তৃণমূলের হৃদযন্ত্রের স্পন্দন ঈশ্বরদী ও আটঘরিয়ার বিএনপির প্রাণ ভোমরা খ্যাত হাজারো ত্যাগী নেতাকর্মীর চাওয়া জাকারিয়া পিন্টু’র হাতেই ধানের শীষ নিরাপদ।

সংবর্ধনা অনুষ্ঠানে পিন্টু মনোনয়ন প্রসংগে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ত্যাগকে কখনো ভুলে যেতে পারেন না। তাঁর মতো কর্মীবান্ধব ও সংগঠন অন্তপ্রাণ মানুষের মূল্যায়ন অবশ্যই তিনি করবেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দীন মালিথা, পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সুমার খাঁন,সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতি সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশিদ নান্টু, যুবনেতা মোস্তফা নুর আলম শ্যামল, পৌর বিএনপির নেতা আবু সাঈদ লিটন, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী পৌর দলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল,সাংগঠনিক রিপন, সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top