১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ডিমলায় এনসিপি’র পরিচিত সভা অনুষ্ঠিত

বাদশা প্রামাণিক, নীলফামারী প্রতিনিধিঃ
দেশের রাজনীতিতে একটি বিকল্প ধারার সূচনা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত নীলফামারী জেলা ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে প্রতিবাদী স্লোগানের মধ্য দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভায় মিলিত হয়।

রবিবার (২৯জুন) বিকালে বিজয় চত্বরের হিরো মার্কেটে আয়োজিত এ সভায় দলের ভবিষ্যৎ রূপরেখা, সাংগঠনিক চ্যালেঞ্জ ও তৃণমূল পর্যায়ে অংশগ্রহণমূলক রাজনীতি নিয়ে আলোচনা করা হয়।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ডিমলা উপজেলার প্রধান সমন্বয়কারী মোশারেফ হোসেন মিন্টু’র সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার যুগ্ম সদস্য সচিব জাফর হোসেন জাকিরের সঞ্চালনায় বক্তব্য রাখছেন এনসিপি জেলা কমিটির সদস্য রাশেদুজ্জামান রাশেদ, এডভোকেট আরিফ ইকবাল, ডিমলা উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল প্রধান, জিয়াউর ইসলাম জিয়া প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top