নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত। তবে জুলাইকে ব্যর্থ বলার সময় এখনো আসেনি।
মঙ্গলবার (১ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে জুলাই অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, “জুলাইয়ের সবচেয়ে বড় সফলতা হলো একটি স্বৈরাচারকে বিদায় করা। মানুষকে মুক্ত করা গেছে।”
তাহের আগামী নির্বাচন প্রসঙ্গে সতর্ক করে বলেন, “নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবে। সংস্কারবিহীন নির্বাচন আমরা মেনে নেব না।”
তিনি দাবি করেন, গত বছরের ৫ আগস্টের পর দেশে মৌলিক পরিবর্তনের চেষ্টা চলছে। “দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রবণতার লাগাম টেনে ধরার চেষ্টা করছি। বিএনপিসহ তিন দল বাদে সবাই এক হয়েছি।”
জামায়াত নেতা সব রাজনৈতিক দলকে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “সংবিধান পরিবর্তনের ধারাগুলো মানতে হবে। না মানলে আমরা আবার আন্দোলনে নামব।”
উল্লেখ্য, গত বছর জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হয়। বর্তমান সরকার সংস্কার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে।