নিজস্ব প্রতিনিধি:
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ৩৬ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শহীদ পরিবার, আহত নেতাকর্মী, ৬৩টি রাজনৈতিক দলের নেতা এবং বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
বিএনপি সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দলটির ৪২৩ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। ছাত্রদলের ১৪৪, শ্রমিক দলের ৭২, যুবদলের ৭১ এবং স্বেচ্ছাসেবক দলের ২৪ জন শহীদ হয়েছেন।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, ‘আমরা বিএনপি পরিবার’ নামে বিশেষ সেল গঠন করে শহীদ ও আহত পরিবারদের সহায়তা দিচ্ছে দলটি। ১২ জুলাই তারেক রহমানের নেতৃত্বে শহীদ পরিবারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
৩৬ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্টসহ ২২টি ভিন্নধর্মী আয়োজন। সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং শহীদদের আত্মত্যাগ স্মরণ করতেই এ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।