নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৬.৬৬ বিলিয়ন ডলার। গত রোববার এ পরিমাণ ছিল ২৬.৩২ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে:
-
বর্তমান মোট রিজার্ভ: ৩১.৬৮ বিলিয়ন ডলার
-
ব্যয়যোগ্য রিজার্ভ: ১৮ বিলিয়ন ডলারের বেশি
-
গত বৃহস্পতিবারের তুলনায় বৃদ্ধি: ১.১৭ বিলিয়ন ডলার
আরিফ হোসেন খান জানান, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে বর্তমান রিজার্ভের পরিমাণ ২,৬৬৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ ৩,১৬৮ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার।
গত কয়েকদিন ধরে রিজার্ভে ধারাবাহিক বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।