১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ জাতির সঙ্গে আবারও মশকরা করেছে: সুযোগ পেলে আগের চেয়েও ভয়ঙ্কর হবে

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগ আবারও পুরো জাতির সঙ্গে মশকরা করেছে বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে ফয়েজ আহম্মদ লেখেন, “ভুল বুঝতে পারা দুর্বলতা নয়—এই অংশটি দেখে আমি ভেবেছিলাম, তারা বুঝি নিজেদের অপরাধকে ভুল হিসেবে উপস্থাপন করে জাতির কাছে ক্ষমা চাইতে যাচ্ছে। পরে দেখি না, তারা আবারও পুরো জাতির সঙ্গে মশকরা করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হলো আওয়ামী লীগ কখনই শুধরাবে না।”

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সুযোগ পেলেই আরও ভয়ংকর হয়ে উঠবে এবং প্রতিশোধপরায়ণ আচরণ করবে। “যখনই গণতন্ত্রকামী শক্তিগুলোর মধ্যে কোনো বিরোধ বা সামান্য দূরত্ব তৈরি হয়, তখনই আওয়ামী লীগ ফেরার আকাঙ্ক্ষায় আরও হিংস্র হয়ে ওঠে,”— এমন মন্তব্য করেন ফয়েজ আহম্মদ।

ফয়েজ আরও লিখেছেন, “খুনি হাসিনাই আওয়ামী লীগকে আর ফিরতে দেবে না। কারণ আওয়ামী লীগকে যদি ফিরতেই হয়, তাহলে তাদের জুলাই গণহত্যাসহ গত ১৬ বছরের সব গুম-খুনের দায় স্বীকার করতে হবে। সেক্ষেত্রে হাসিনা কোনোভাবেই দায় এড়াতে পারবে না।”

তিনি আরও দাবি করেন, বর্তমান সরকারের প্রধান এবং তার পরিবারের রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগের অভ্যন্তরেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তার ভাষায়, “আওয়ামী লীগ যদি ফিরতে চায়, তাহলে তা নতুন ব্যবস্থাপনায় করতে হবে, যা শেখ হাসিনা তার জীবদ্দশায় হতে দেবেন না।”

ফয়েজ আহম্মদ শেষ পর্যন্ত মন্তব্য করেন, “এখন আওয়ামী লীগ ক্ষণে ক্ষণে গর্জে ওঠার ভান করবে এবং অভ্যুত্থানবিরোধী বয়ান তৈরিতে ব্যস্ত থাকবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top