২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে চাঁদার দাবীতে স্বামীকে আটক রেখে স্ত্রীকে গনধর্ষনের অভিযোগ

মোঃ নয়ন তজুমদ্দিন, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় কামারপট্টি রোডে চাঁদার দাবীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গনধর্ষনের অভিযোগ এসেছে। ধর্ষিতা শানু বেগম জানান তার স্বামী রবিউলের ২য় স্ত্রী রবিউলকে গতকাল (২৯ জুন রবিবার) ফোন দিয়ে তজুমদ্দিন বাজারে কামারপট্টি রোডে বাসায় নিয়ে আসেন।

কামারপট্টি বাসায় আসার পর তার স্বামীকে আটক করে ফরিদ রাসেল সহ ৫/৬ জনে চার লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকার করায় রবিউলের উপর তারা শারিরীক নির্যাতন চালান। এ সময় রবিউল তার কাছে ফোন করলে সে নিজ বাড়ি থেকে কামারপট্টি বাড়িতে চলে আসে।

সেখানে এসে দেখতে পান ফরিদ রাসেল সহ কিছু লোক তার স্বামীকে ৪ লক্ষ টাকার জন্য তার উপর শারিরীক নির্যাতন করতেছে তখন সে তার স্বামী রবিউলকে বাচাতে গেলে তার গায়ের উপর দিয়ে স্বামীকে বেধড়ক মারধর করেন এতে স্বামী রবিউলের শরীরের বিভিন্ন যায়গায় গুরুতর জখম হন।তারা দশ হাজার টাকা দিতে রাজি হলে তা মেনে না নিয়ে আবারো হামলা করতে থাকে। হামলা শেষে তারা তার স্বামীকে জোরকরে দোকানে চা খেতে নিয়ে যায়।

এ সময় সামনে ৪/৫ জন লোক পাহারায় রেখে ফরিদ, রাসেল ও তার সহযোগীরা মুখ চেপে ধরে তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করনে। এ সময় তিনি একাধিকবার তাদের পায়ে ধরে আকুতি মিনতি করে ও রক্ষা পাননি। তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ আলম জানান এ ঘটনার মামলার কাজ চলমান। মামলা কার্যক্রম শেষ করে অভিযুক্তদের গ্রেপ্তারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top