২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘নীলফামারী ক্যাপিটালস’

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী পৌরসভার দল ‘নীলফামারী ক্যাপিটালস’। সোমবার (৩০জুন) বিকেলে নীলফামারী বড় মাঠে ১-০ গোলে সৈয়দপুর উপজেলা দল ‘সৈয়দপুর সুপার কিংসকে’ হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

তুমুল প্রতিদ্বন্ধীতাপুর্ণ এই ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে চ্যাম্পিয়ন দলের হয়ে একমাত্র গোলটি করেন দিপক রায়। ফাইনালে প্রধান অতিথি থেকে খেলা উপভোগ করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি ও প্রাইজ মানি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী ও ব্লিং লেদার প্রোডাক্টস এর মহাব্যবস্থাপক খালিদ আহসান বক্তব্য দেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্ট আয়োজনে সহযোগীতা করে অংকুর সীড এন্ড হিমাগার, ব্লিং বিলেদার প্রোডাক্টস ও সেলিম ফাউন্ডেশন।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে হলে সবক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে হবে। ক্রীড়ায় সমৃদ্ধ হতে হবে। আজকের এই টুর্নামেন্টে দর্শকদের ভীড় আমাকে মুগ্ধ করেছে এবং নীলফামারীকে ক্রীড়ায় এগিয়ে নেবে বিশ্বাস করি।

টুর্নামেন্টে আটটি গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দীপক রায় এবং সেরা খেলোয়ার হিসেবে আল আমীন ও ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন সুমন রায়। টুর্নামেন্টের উদ্যোক্তা জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তৃণমুল থেকে ভালো খেলোয়ার বাছাই করণ এবং ফুটবলকে আরো জনপ্রিয় করে তুলতে এই আয়োজন ভালো প্রভাব ফেলবে।

জুলাই গণঅভ্যুত্থান ৩৬ জুলাই ঘিরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন তিনি। আগামী ৫আগষ্ট এই টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ২০২৫’ ঘিরে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। ক্রীড়াঙ্গণে চাঙ্গা ভাব ফেরাতে এই উদ্যোগ নেয়া হয়। বলেন, চ্যাম্পিয়ন দলকে ট্রপি ও ৫০হাজার টাকার প্রাইজ মানি এবং রানার আপ দলের হাতে ট্রপি ও ৩০হাজার টাকার মাইজ মানি তুলে দেয়া হয়।

ব্লিং লেদার প্রোডাক্টস এর মহাব্যবস্থাপক খালিদ আহসান বলেন, এই টুর্নামেন্ট জেলার মানুষকে মুগ্ধ করেছে। আমরা গর্বিত এই আয়োজনে যুক্ত থাকতে পেরে। আগামীতেও আমরা পাশে থাকার চেষ্টা করবো। গত ২০জুন ৮টি দল নিয়ে শুরু হয় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট। ছয় উপজেলা ছাড়াও নীলফামারী পৌরসভা ও সৈয়দপুর পৌরসভা এতে অংশ নেয়।

নীলফামারীর চাঁদেরহাটে অঙ্কুর সীড এন্ড হিমাগার, রংপুরের তারাগঞ্জের ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম ২০২৩ সালে মারা যান। মোহাম্মদ সেলিমের ছোটভাই নিউইয়র্ক প্রবাসী হাসানুজ্জামান হাসান কন্যা নাওয়াল হাসান মোহাম্মদ সেলিমের স্মরণে নিউইয়র্ক ও বাংলাদেশে ‘সেলিম ফাউন্ডেশন’ গড়ে তোলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top