মোঃ হাচান আল মামুন, দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বিদ্যুৎ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আজ মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সকাল ১১টায় দীঘিনালা কলেজ গেটের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।
দীঘিনালা উপজেলার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, উপজেলার বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের একটি অংশ এবং সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের কিছু কর্মকর্তা দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতিতে লিপ্ত রয়েছেন।
এছাড়াও মিটার চেক না করেই বিদ্যুৎ বিল তৈরি করার গুরুতর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বিশ্বর বিরুদ্ধে। এতে গ্রাহকদের অতিরিক্ত বিল গুনতে হচ্ছে এবং ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, “যেখানে জনগণের স্বার্থে বিদ্যুৎ প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে গুটিকয়েক ব্যক্তি নিজেদের স্বার্থে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। আমরা এই অন্যায়ের বিচার চাই।” বক্তব্য শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, সম্প্রতি একটি ভিডিও সিরিজে বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির বেশ কিছু প্রমাণ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
দাবিসমূহ:
প্রকল্পে দুর্নীতির তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা।
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
মিটার রিডিং ব্যতীত বিদ্যুৎ বিল নির্ধারণ বন্ধ করা।
বিদ্যুৎ সরবরাহে ভোগান্তি বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।