খালিদ হোসেন হৃদয় ভাঙ্গুড়া, পাবনা, প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা গোলাম হাফিজ রন্জু কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ লা জুলাই) দিবাগত রাতে ৩ টা ৩০ মিনিটে পৌরশহরের পাটুলিপাড়া ( সরকারপাড়া) ৪নং ওয়ার্ড এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত গোলাম হাফিজ রন্জু পাটুলিপাড়ার মৃতঃ গোলাম মওলার ছেলে,সেই সাথে তিনি ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের দুই দুই বারের ভাইস চেয়ারম্যান। জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয় ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে।
মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১৮জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৪০-৫০জনকে অভিযুক্ত কারা হয়েছে।
গত সোমবার (১২ মে) রাত প্রায় ৮টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলাটি করেন।
ওসি শফিকুল ইসলাম জানান, ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে আওয়ামীলীগ নেতা রন্জু কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।