১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মতিনগর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সমাজসেবক শেখ শাহজাহান ইসলামাবাদী

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১ নং বাগানবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী মতিনগর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ (মঙ্গলবার) এ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, দানবীর এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক জোটের প্রার্থী আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।

এ সময় কুয়েত থেকে আগত বিশেষ অতিথি শায়খ আহমাদ হাসান আল গাল্লাফ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মুফতি নুমান, স্থানীয় সমাজকর্মী মকবুল আহমদ, জামিয়া আবু বকর সিদ্দিক (রহ.) মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা এম. নিজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসুল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মসজিদ নির্মাণ এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের দাবি ছিল। আল্লাহর ঘর নির্মাণের এ মহৎ উদ্যোগে যারাই সম্পৃক্ত, তারা ধন্য ও সৌভাগ্যবান।

উল্লেখ্য, আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী দীর্ঘদিন ধরে অসংখ্য মসজিদ, মাদরাসা, এতিমখানা ও গরিব-দুস্থ পরিবারের ঘর নির্মাণসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top