নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ সরকার আদানি পাওয়ারের ৪৩৭ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভি জানিয়েছে। গত জুনে এ পরিশোধের মাধ্যমে কোম্পানির সব বকেয়া শোধ হয়ে যায়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এখন আদানি পাওয়ারকে তাদের ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ হারে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার অনুরোধ জানিয়েছে।
প্রধান তথ্য:
-
২০১৭ সালের ২৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করত আদানি
-
গত অক্টোবরে বকেয়ার কারণে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে কোম্পানি
-
বাংলাদেশ গত ৩-৪ মাসে ৯০-১০০ মিলিয়ন ডলার করে পরিশোধ করেছে
-
জুনে এককালীন ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়
-
এখন দুই মাসের বিলের সমপরিমাণ এলসি ও সার্বভৌম গ্যারান্টি রয়েছে
এদিকে, আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে গঠিত হাইকোর্টের নির্দেশিত কমিটি কোনো নেতিবাচক বিষয় পায়নি বলে এনডিটিভি জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এ পরিশোধের পর আদানি পাওয়ারের ঋণ রেটিং ‘এএ+’ এ উন্নীত হতে পারে।
উল্লেখ্য, গড্ডা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আদানি গ্রুপ ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বাংলাদেশের বিদ্যুৎ খাতে এটি একটি বড় বিদেশি বিনিয়োগ হিসেবে বিবেচিত।