নিজস্ব প্রতিনিধি:
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলতি জুলাই মাসের মধ্যেই সব রাজনৈতিক দলের সম্মতিতে জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সংলাপের শুরুতে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি নীরবতা পালন করা হয়। ড. রীয়াজ তার বক্তব্যে উল্লেখ করেন, “দলীয় অবস্থান সবার আছে, কিন্তু আমরা প্রতিদিনের আলোচনায় একটু একটু করে এগোচ্ছি। দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের প্রত্যাশা পূরণে আমাদের একত্রে কাজ করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, “আমরা কেউই অতীতের অবস্থায় ফিরে যেতে চাই না। জুলাইয়ে যে অঙ্গীকার নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলাম, তার কতটা বাস্তবায়ন হয়েছে? শুধু দলীয় স্বার্থ নয়, দেশের স্বার্থেও আমাদের এগোতে হবে।”
এদিনের আলোচনায় দ্বিকক্ষীয় সংসদ ব্যবস্থা নিয়ে বেশিরভাগ দলের সমর্থন থাকলেও কিছু দল এখনও এ বিষয়ে একমত হয়নি বলে জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়েও আলোচনা হয়। বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ সংলাপে অংশ নেন।
উল্লেখ্য, জাতীয় সংস্কার বাস্তবায়নে গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম ধাপে ৪৫টি অধিবেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে দ্বিতীয় দফার আলোচনা চলছে, যেখানে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সমঝোতা তৈরির চেষ্টা করা হচ্ছে। গত রোববার ড. রীয়াজ জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ঐকমত্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন।