নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুলাই মাসের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য তালিকা ঘোষণা করেছে। বুধবার (২ জুলাই) বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ৩৯ টাকা কম।
একইসঙ্গে অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। গত জুন মাসে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৬৪ টাকা ৩০ পয়সা। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।
বিইআরসির ঘোষণা অনুযায়ী, বিভিন্ন ধারণক্ষমতার সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৬২৫ টাকায়, সাড়ে ১২ কেজি ১ হাজার ৪২১ টাকায়, ১৫ কেজি ১ হাজার ৭০৫ টাকায়, ১৬ কেজি ১ হাজার ৮১৮ টাকায়, ১৮ কেজি ২ হাজার ৪৬ টাকায়, ২০ কেজি ২ হাজার ২৭৩ টাকায়, ২২ কেজি আড়াই হাজার টাকায়, ৩০ কেজি ৩ হাজার ৪০৯ টাকায়, ৩৩ কেজি ৩ হাজার ৭৫০ টাকায়, ৩৫ কেজি ৩ হাজার ৯৭৭ টাকায় এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১১৪ টাকা।
গত ২ জুন সর্বশেষ অটোগ্যাসের দাম সংশোধন করা হয়েছিল, যখন প্রতি লিটারের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়। ২০২৪ সালে এ পর্যন্ত এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফা কমানো হয়েছে এবং সাত দফা বাড়ানো হয়েছে। গত বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সাত মাস দাম বাড়ানো হয়েছিল, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে দাম কমেছিল। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।