৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে দিনটিকে সাধারণ ছুটির দিন নির্ধারণ করেছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসাথে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৯ জুন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিলেন। এর আগে সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছিল। তবে বিভিন্ন মহলের আপত্তি ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদসহ কয়েকজন নিহত হন, যা সারাদেশে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়।

সরকারি সূত্রে জানা গেছে, এসব দিবস পালনের মাধ্যমে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও শহীদদের স্মরণ এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়কে সমুন্নত রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ আগস্ট থেকে সরকারিভাবে এ দিবসগুলো পালন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top