৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত

নিজস্ব প্রতিনিধি:

সরকার লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করেছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।

গত বছরের ৬ অক্টোবর ঊর্মি ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার পোস্টে লেখা ছিল, “সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি।” এছাড়াও তিনি শহীদ আবু সাঈদ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত কিছু পোস্ট দিয়েছিলেন।

ঘটনাটি তদন্তে গঠিত কমিটি ঊর্মির বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত পায়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও এ সিদ্ধান্তের সাথে একমত প্রকাশ করে।

উল্লেখ্য, গত বছর ৫ অক্টোবর ঊর্মিকে প্রথমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং পরদিন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে একটি মামলাও আদালতে চলমান রয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের কারণে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি সরকারি কর্মকর্তাদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top