নিজস্ব প্রতিনিধি:
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সির ডিজাইন ফাঁস হয়ে গেছে। ফুটবল জার্সি বিশেষজ্ঞ ওয়েবসাইট ফুটি হেডলাইনসে প্রকাশিত ছবিতে দেখা গেছে, আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সাদা-নীল স্ট্রাইপ ডিজাইনকে ভিন্ন মাত্রা দিতে যোগ করা হয়েছে গ্রেডিয়েন্ট শেডিং।
নতুন জার্সিতে প্রতিটি নীল স্ট্রাইপে হালকা থেকে গাঢ় নীলের মিশ্রণ দেখা যাচ্ছে, যা ডিজাইনটিকে করেছে আরও আকর্ষণীয়। অ্যাডিডাসের এই নকশায় ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জার্সির স্টাইলকে সম্মান জানানো হয়েছে। কাঁধের অংশে অ্যাডিডাসের স্বাক্ষর তিনটি স্ট্রাইপ এবং হাতার প্রান্তে গাঢ় নীল রঙের ব্যবহার করা হয়েছে, যা ২০২২ বিশ্বকাপের ডিজাইনের সাথেও সামঞ্জস্যপূর্ণ।
২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার এই জার্সি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে চলতি বছরের অক্টোবর মাসের শেষে। ২০২২ বিশ্বকাপের জার্সি টুর্নামেন্ট শুরুর পাঁচ মাস আগে প্রকাশিত হলেও এবার তা আট মাস আগেই বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গ্রেডিয়েন্ট ডিজাইন যদিও আর্জেন্টিনার জার্সিতে এবারই প্রথম নয়। ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপের জার্সিতেও এই নকশার উপস্থিতি ছিল, তবে এবারের সংস্করণটি আরও পরিমার্জিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্বকাপের জন্য তৈরি এই জার্সি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।