৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে “কুরআন তিলাওয়াত ও আমার চোখে রমাদান” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘Last Night Scholars – JnU’ কর্তৃক আয়োজিত “কুরআন তিলাওয়াত ও আমার চোখে রমাদান” শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বুধবার (০২ জুলাই) দুপুর ২টায় শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১০ম তলার পরিসংখ্যান বিভাগে ১০১৭ নং কক্ষে এই আয়োজন হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের স্কলাররা (DS), “সেরা নার্ড” হিসেবে নির্বাচিত ও রেকগনিশনপ্রাপ্ত শিক্ষার্থীরা, প্রেজেন্টেশন কনটেস্টের বিজয়ী দল ও অংশগ্রহণকারীরা, ক্লাবের ফাউন্ডিং ও কো-ফাউন্ডিং মেম্বার এবং সকল কাউন্সিলরগণ।

এই প্রতিযোগিতার অন্যতম বিচারক হাফেজ কল্যাণ পরিষদ, জবি শাখার সভাপতি কাজী আরিফ জানান, “বাংলাদেশকে নিয়ে আমরা আশা-ভরসায় থাকি, আবার হতাশায় থাকি। আমাদের সমাজের মেইন স্ট্রিমে ইসলামের একটা অনুপস্থিতি আছে। আমরা যদি প্রিকলোনিয়াল পিরিয়ডের কথা চিন্তা করি তবে দেখবো যে, সেই সময়টাতে আলাদাভাবে সন্তানদের ইসলামি শিক্ষার জন্য পরিবারকে মাথা ঘামাতে হতো না। রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্ব নেওয়া হতো। তৎকালীন আমলের নিজামিয়া মাদ্রাসার কথা যদি চিন্তা করি তবে সেখানে ধর্মীয় শিক্ষা ও দুনিয়াবী শিক্ষা উভয়কে সমন্বয় করে সমন্বিত শিক্ষায় শিক্ষার্থীদেরকে শিক্ষিত করা হতো।

ব্রিটিশরা আসার পরে ইসলামি শিক্ষাকে আমাদের মেইন স্ট্রিম থেকে দূরে রাখার চেষ্টা করা হয়।

প্রিকলোনিয়াল পিরিয়ডের মতোই আমাদেরকে জাতির শিক্ষার মধ্যে সমন্বয় করতে হবে। মুসলিমকে মুসলিম হিসেবে বেড়ে উঠতে সাহায্য করতে হবে, বেড়ে উঠতে দিতে হবে। হিন্দুদেরকে তাদের ধর্মীয় শিক্ষা মেনে চলার পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

ইসলামি শিক্ষা মেইন স্ট্রিমে আনার মাধ্যমে এবং আধুনিক শিক্ষার সাথে ইসলামকে সমন্বয় করতে পারলে আমাদের জাতি এগিয়ে যেতে পারবে।”

ক্লাবটির জেনারেল সেক্রেটারি মেহেদী হাসান জানান, ” আমাদের ১৭টি ডিপার্টমেন্টে আলাদা আলাদা গ্রুপ আছে, ডাউট সলভিং গ্রুপ আছে। ডিএসদের সাথে নিয়ে আমরা মাসিক প্রেজেন্টেশন করে থাকি, সামনে আমাদের ব্যতীক্রমী প্রোগ্রাম করার চিন্তাভাবনা আছে।”

ক্লাবটির অন্যতম মডারেটর ও CSE ডিপার্টমেন্টের অধ্যাপক আবু লায়েক জানান, “আমার কাছে মনে হয় এটা একটা ব্যতীক্রমধর্মী ক্লাব। এই ক্লাবে সদস্যরা কমবেশি পটেনশিয়াল। আগামী বিশ্বে টিকে থাকার জন্য কি কি স্কিল থাকা প্রয়োজন তা জানা জরুরী। আমি আশাবাদী লাস্ট নাইট স্কলার্স এই ধরনের স্কিল ডেভেলপমেন্টের দিকটি নিয়ে কাজ করবে।”

ক্লাবটির সভাপতি শাহরিয়ার জুবায়ের জানান, “প্রথমদিকে আমাদের এটা একটা মেসেঞ্জার গ্রুপ ছিল। যারা পরীক্ষার আগের রাতে পড়তে চায় কিন্তু সারা বছর পড়াশুনা করে না তারা যেন পরীক্ষার আগের রাতে নিজেদের ডাউটগুলো সলভ করতে পারে সেই লক্ষ্যে প্রথমদিকে এই মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছিল।

পরবর্তীতে এটার কার্যক্রম বাড়তে বাড়তে এক পর্যায়ে এটা একটি ক্লাবে পরিণত হয়। প্রতি মাসে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সেরা নার্ডদেরকে বাছাই করে থাকি। শিক্ষাবিষয়ক সকল প্রোগ্রাম পরিচালনা করার জন্য এটিকে একটি অনন্য প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই আমরা।”

অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও আরও কিছু বিশেষ সেগমেন্টে অংশগ্রহণকারীদের রেকগনিশন দেওয়া হয়, যা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিল জনপ্রিয় প্ল্যাটফর্ম “বিজ্ঞান সংবাদ – Science News” টিম। তারা তাদের সর্বশেষ একটি সায়েন্স নিউজ প্রজেক্ট উপস্থাপন করে, যা উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করে।

উল্লেখ্য, “Last Night Scholars – JnU” এর এই উদ্যোগ শুধু পুরস্কার বিতরণেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি একটি সম্মাননা ও অনুপ্রেরণামূলক পরিসরে পরিণত হয়, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ধর্মীয় ভাবনায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top