মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
২ জুলাই বুধবার লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের ধরলা নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুরুতে স্থানীয়রা লাশটির পরিচয় শনাক্ত করতে না পারলেও পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
নিহত ব্যক্তির নাম আনোয়ার, যিনি স্থানীয়ভাবে ‘আনোয়ার পাগলা’ নামে পরিচিত ছিলেন। তার বাড়ি পাটগ্রাম উপজেলার সাহেব ডাঙ্গা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, লাশটি নদীতে ভেসে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে।
মৃত্যুর কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি , স্থানীরা জানান পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।