৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে এনসিপির পদযাত্রায় নাহিদ ইসলামের নেতৃত্বে গনজাগরণ

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে অনুষ্ঠিত হলো ‘জাতীয় ছাত্র পরিষদ’ (এনসিপি) আয়োজিত এক বিশাল পদযাত্রা, যেখানে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। এই পদযাত্রায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী ও যুবক অংশগ্রহণ করে। তারা সামাজিক ন্যায়বিচার, শিক্ষার মানোন্নয়ন, এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতে ঐক্যবদ্ধ কণ্ঠে স্লোগান তোলে।

বুধবার (০২ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশে একটি গণতান্ত্রিক, শিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এনসিপি কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, বরং এটা হচ্ছে ছাত্রসমাজের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এখন যে সংবিধান রয়েছে, সেটি ফ্যাসিষ্টদের তৈরী সংবিধান। এটি সংস্কার করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।

এন,সি,পির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, গুম-খুন-হত্যার এখনও বিচার হয়নি। যারা আমাদের ভাইকে দিনের আলোতে পাখির মত গুলি করেছে হত্যা করেছে তাদের বিচার হয়নি সেই সকল নর পিসাসদের বিচার করতে হবে।

তিনি আরও বলেন,অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, যতগুলো অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন, তার একটি হলো নির্বাচন। শুধু নির্বাচন দেওয়া আপনাদের অ্যাসাইনমেন্ট নয়। সংস্কার, নতুন সংবিধান আর হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয়।

এসময় নাহিদের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় তরুণ সমাজের প্রতিনিধিরা। বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, লালমনিরহাটের তিস্তা পানির ন্যায্য হিস্যা বাস্তবায়ন এবং কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়ে সরকারের প্রতি দাবিসনদ পেশ করেন।

এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ আরও অনেকে।

সমাপ্তি বক্তব্যে নাহিদ ইসলাম বলেন:এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে, এই লড়াই সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই, আমরা আগামী দিনে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top