মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে নারীসহ একই পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামের একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন—রুবি আক্তার (৪৫), তার ছেলে রাসেল (২২) ও মেয়ে জোনাকি (১৮)। স্থানীয়রা জানিয়েছেন, তারা একই পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে আসছিলেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা বাড়ির ভেতর রক্তাক্ত অবস্থায় তিনটি মরদেহ পাই। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উত্তেজিত জনতা তাদের পিটিয়ে হত্যা করেছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবি আক্তারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। এই নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাদের পরিবারে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ওই বিরোধকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়ে মারধর করে। ঘটনার সময় বাড়িতে আর কেউ উপস্থিত ছিল না বলে জানা গেছে।
ওসি মাহফুজুর রহমান আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই বর্বর হত্যাকাণ্ড ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অনেকেই এ ঘটনার বিচার দাবি করেছেন