আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
২০১৩ সালের শাপলা চত্বর এবং ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আগামী ৫ জুলাই (শুক্রবার) দেশব্যাপী মসজিদ-মাদরাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া-মাহফিল ও আলোচনা সভার আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বুধবার (৩ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার মহাকাব্যিক গণঅভ্যুত্থানে গণহত্যার শিকার হন শিশুসহ হাজার হাজার মানুষ। অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেন। আলেম-ওলামা, মাদরাসা ছাত্রদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সেই শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া ও মাহফিল আয়োজনের আহ্বান জানাচ্ছি।”
তারা আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়েছিল এদেশের গণহত্যাকারী ফ্যাসিবাদী শাসন পতনের মাধ্যমে বৈষম্যহীন, ভারতীয় আধিপত্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের জন্য। আজও সেই বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।”
বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, “ভারতের দালাল, ইসলামবিদ্বেষী বাম ও আওয়ামীপন্থী শক্তিগুলো এখনো দেশের অভ্যন্তরে ও বাইরে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের মোকাবিলায় শাপলা-জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আর যারা বিশ্বাসঘাতকতা করবে, তাদের বাংলার মাটি থেকে মুছে ফেলা হবে ইনশাআল্লাহ।”
হেফাজতে ইসলাম জানায়, দেশের স্বার্থে আবারও রাজপথে নামতে প্রস্তুত আছে আলেমসমাজ ও ছাত্র-জনতা।