মনির হোসেন, সখীপুর (টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশের চন্দনাইশ শাখার শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন পাপ্পু (৩২)। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাদীরহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইকবাল হোসেন পাপ্পু টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত সবুর মিয়ার ছেলে। শৈশব থেকেই চঞ্চল ও মেধাবী ইকবাল পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিলেন সমানভাবে পারদর্শী। তিনি ২০০৯ সালে সখীপুর পি.এম. পাইলট মডেল সরকারি বিদ্যালয় থেকে এস.এস.সি ও ২০১১ সালে সরকারি মুজিব কলেজ থেকে এইচ.এস.সি (বিজ্ঞান বিভাগ) পাস করেন।
এরপর তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT) থেকে কৃতিত্বের সঙ্গে বি.বিএ ও এম.বিএ সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে তিনি জনতা ব্যাংক, গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন এবং পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি বুরো বাংলাদেশে যোগ দিয়ে চন্দনাইশ শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। দায়িত্বশীল, কর্মনিষ্ঠ এবং সৎ কর্মকর্তা হিসেবে অল্প সময়েই তিনি সহকর্মীদের মাঝে জায়গা করে নিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, সকালে বাদীরহাট এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইকবালের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ইকবাল হোসেন পাপ্পু একজন দায়িত্বশীল পুত্র, একজন আদর্শ বড় ভাই এবং একজন নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বুরো বাংলাদেশসহ সংশ্লিষ্ট মহল।