৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের তীব্র প্রতিক্রিয়া: গোলাম মাওলা রনিকে ‘মিথ্যাচারের উৎস’ আখ্যা

নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বক্তব্যকে ‘মিথ্যাচার ও বিভ্রান্তির প্রধান উৎস’ বলে কঠোর ভাষায় নিন্দা করেছেন। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি রনির বিভিন্ন বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

শফিকুল আলম তার পোস্টে লিখেছেন, “সম্প্রতি সময় টিভির এক টকশোতে রনি নূর হোসেনের মৃত্যু সম্পর্কে ভিত্তিহীন দাবি করেছেন, যা ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক। আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীই নূর হোসেনকে হত্যা করেছিল। প্রশ্ন হচ্ছে, রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন?”

তিনি টকশো উপস্থাপকেরও সমালোচনা করে বলেন, “উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদ করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।”

প্রেস সচিব রনির আরও কয়েকটি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে লেখেন, “জুলাই আন্দোলন কেন অনিবার্য ছিল, চতুর্থ পোস্টার প্রকাশ বা যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে রনির মন্তব্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”

শফিকুল আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী তার এই অবস্থানের প্রশংসা করলেও কেউ কেউ মতবিরোধও প্রকাশ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিক পরিমণ্ডলে নতুন উত্তাপ সৃষ্টি করতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top