মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমান হচ্ছে নতুন মেরুকরণ। বিএনপির পাল্টা শক্তি হিসেবে উঠে আসতে সক্রিয় হয়ে উঠছে একাধিক ইসলামপন্থী দল। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ একযোগে নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশে সমঝোতার ভিত্তিতে এগোচ্ছে। লক্ষ্য একটাই—সব আসনে একক প্রার্থী দিয়ে একটি শক্তিশালী ‘বিকল্প ভোটবাক্স’ তৈরি করা, যাতে বিএনপির বিকল্প হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করা যায়।
তবে এ উদ্যোগকে এখনই ‘জোট’ হিসেবে ঘোষণা দিচ্ছে না সংশ্লিষ্ট দলগুলো। দলগুলোর ভাষ্য অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি পর্যালোচনা করে জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ইতিমধ্যে ইসলামপন্থী কওমি ঘরানার পাঁচটি দলের মধ্যে একটি লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে, যারা সম্ভাব্য সমঝোতার কাঠামো নির্ধারণে কাজ করছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, মানুষ এখন একটি বিকল্প শক্তিকে সামনে আনতে চায়।