নিজস্ব প্রতিনিধি:
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, প্রথম ম্যাচে ৭৭ রানে হারার গ্লানি মুছতে। প্রথম ওয়ানডেতে মাত্র ৫ রানে ৭ উইকেট হারানোর অভূতপূর্ব ব্যাটিং ধস এখনও আলোচনার কেন্দ্রে। আজকের ম্যাচে হারলে শ্রীলঙ্কা এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে।
দলের প্রধান কোচ ফিল সিমন্স ইংল্যান্ডে অবস্থান করায় আজ ম্যাচে তার অনুপস্থিতি নিশ্চিত। প্রথম ম্যাচে গোড়ালির চোটে মাঠ ছাড়তে বাধ্য হওয়া মোস্তাফিজুর রহমানের অবস্থা এখনও অনিশ্চিত। অনুশীলনে তাকে পুরো সময় খরচ করতে দেখা যায়নি। এছাড়া বাঁ-হাতি স্পিনার তানভীর ইমলামও হালকা চোটে ভুগছেন। মোস্তাফিজের অনুপস্থিতিতে হাসান মাহমুদকে একাদশে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচে ভালো বোলিং করা তানভীরের জায়গা এবার পেতে সমস্যা হতে পারে, তবে সুস্থ হয়ে ফিরেছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন।
সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর জোর দিয়েছেন। ওপেনার তানজিদ হাসান জানান, “আমরা দীর্ঘ আলোচনা করেছি। কোচের পরামর্শ মোতাবেক ইনিংস লম্বা করার চেষ্টা করব। শ্রীলঙ্কার স্পিনারদের বিপক্ষে বাঁ-হাতি ব্যাটারদের বেশি খেলানো উচিত বলে আমরা মনে করি।”
অন্যদিকে শ্রীলঙ্কার কোচ সনথ জয়সুরিয়া বাংলাদেশের নতুন খেলোয়াড়দের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছেন। তিনি বলেন, “যেকোনো দলের সঙ্গেই ব্যাটিং ধস হতে পারে। নতুন খেলোয়াড়দের ওপর ভরসা রাখলে তারা ভালো করবে।”
আজ বেলা ৩টায় শুরু হওয়া এই ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর শেষ সুযোগ। প্রথম ম্যাচের ব্যাটিং বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে তারা কীভাবে ফিরে আসে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।