৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব শফিকুল আলম

নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘোষণা করেছেন যে গত ১৫ বছরের বাংলাদেশী সাংবাদিকতার স্বাধীনতা ও চ্যালেঞ্জ নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত হবে। শনিবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

শফিকুল আলম বলেন, “সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা হবে। বিগত সরকারের সময় সাংবাদিকতা নিয়ন্ত্রিত হতো, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও যোগ করেন যে কোনো এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভায় বিজেসি সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং পৃথক বেতন কাঠামোর দাবি জানায়। সংগঠনটি প্রশ্ন তোলে যে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চার মাস পরও কেন কোনো অগ্রগতি হয়নি।

প্রেস সচিবের এই ঘোষণা সাংবাদিক সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, জাতিসংঘের তদন্ত এবং বেতন কাঠামো নির্ধারণ বাংলাদেশের গণমাধ্যম জগতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে কেউ কেউ এই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top