নিজস্ব প্রতিনিধি:
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান কামাল স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। শনিবার ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে উল্লেখ করেন, “আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ।” তিনি আরও যোগ করেন যে মানবতাবিরোধী অপরাধের জন্য দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হতে পারে।
জনগণের ক্রোধ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, “এটি বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং গত ১৭ বছরের জমে থাকা ক্ষোভের প্রকাশ। তবে এই ক্রোধ প্রকাশের পদ্ধতি সমীচীন নয় বলে আমি মনে করি।”
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, “আবু সাইদ কিংবা জুলাইয়ের অন্য শহীদরা কোনো রাজনৈতিক দলের ছিলেন না। তারা ছিলেন স্বৈরাচারবিরোধী সাধারণ নাগরিক। জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল বাংলাদেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।”
এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূত্রপাত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। অ্যাটর্নি জেনারেলের এই অবস্থান দেশের আইনি ও রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।