৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হাবিপ্রবি ভিসির বিতর্কিত ফেসবুক পোস্ট: প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে সমালোচনার মুখে পোস্ট ডিলিট

 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মো. এনামউল্যা একটি বিতর্কিত ফেসবুক পোস্ট শেয়ার করে সমালোচনার সম্মুখীন হয়েছেন। গত মঙ্গলবার প্রকাশিত ‘স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি : প্রধান উপদেষ্টা’ শিরোনামের সংবাদকে উদ্ধৃত করে জাকির হোসাইন নামের এক ব্যবহারকারী ‘আগামী ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে কি পতন হবে?’ ক্যাপশনসহ পোস্টটি ভিসির টাইমলাইনে শেয়ার করা হয়।

পোস্টটি ভাইরাল হওয়ার পর শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন ভিসি কি প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইছেন? সমালোচনার মুখে পরবর্তীতে ভিসি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে ফেলেন।

এ ঘটনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে অনীহা দেখিয়েছেন অধ্যাপক এনামউল্যা। তার হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তাগুলো দেখা সত্ত্বেও তিনি কোনো উত্তর দেননি। ফোন ও হোয়াটসঅ্যাপ কল করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন, সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিত্বদের নিয়ে এমন বিতর্কিত পোস্ট শেয়ার করার ঘটনা একজন বিশ্ববিদ্যালয় ভিসির জন্য যথাযথ আচরণ নয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top