৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ১৩ মামলার আসামী মিজান ডাকাত গাঁজা ও টাকাসহ আটক

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজা, একটি মোটর সাইকেল ও মাদক বিক্রির ৪ হাজার ৫ শত টাকা সহ ১৩ টি মামলার আসামী মোঃ মিজান ফকির (৪৩) ওরফে মিজান ডাকাতকে গ্রেপ্তার করেছে। সে ফরিদপুর জেলার সদরপুর থানার যাত্রীবাড়ী গ্রামের মৃত খবির ফকিরের ছেলে।

শুক্রবার (০৪ জুলাই) দুপুর সোয়া ২টার সময় গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ইউপির পোড়াভিটা শহিদ মিনারের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, থানার এসআই মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স মোঃ মিজান ফকিরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামী মোঃ মিজান ফকিরের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা থানা, ফরিদপুরের সদরপুর থানা, ফরিদপুর কোতয়ালী থানা, ফরিদপুরের বোয়ালমারী থানা, ফরিদপুরের ভাংগা থানায় ডাকাতি, বিস্ফোরক, মাদকসহ ১৩টি মামলা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top