মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
(৪ জুলাই) পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা কার্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এনসিপির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এই শুভক্ষণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। বক্তারা পার্টির আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামীর রাজনীতিতে এনসিপির গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।