৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

১৭ বছর পর রংপুরে জামায়াত ইসলামী বাংলাদেশের বিভাগীয় সমাবেশ, ৩৩ জন এমপি প্রার্থীর নাম ঘোষণা

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রংপুর বিভাগীয় বিশাল সমাবেশ। সমাবেশে অংশগ্রহণ করেন দলের আমির, শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
এই ঐতিহাসিক সমাবেশে জামায়াত ইসলামী ৩৩ জন সংসদ সদস্য (এমপি) প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

সমাবেশে জামায়াতের আমির বলেন, “মদিনার ছায়ার আলো এই বাংলাদেশে আমরা দেখতে চাই। শরিয়াহর কথা শুনলে অনেকের গায়ের লোম খাড়া হয়ে যায়। কেননা তারা আর ঘুষ, দুর্নীতি করতে পারবে না; পরনারীর ইজ্জত লুট করতে পারবে না; চুরি করলে তার হাত থাকবে না। আমরা এমন ন্যায়ের ছায়া দেখতে চাই।”

তিনি আরও বলেন, “পাটগ্রামের যে অবস্থা, একদল গোটা বাংলাদেশকে পাটগ্রামের মতো বানিয়ে রেখেছে।”

জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমি ফাঁসির কাঠগড়ায় প্রস্তুত ছিলাম। কেউ জানত না আল্লাহ আমাকে সেই স্থান থেকে লক্ষ জনতার মঞ্চে ফিরিয়ে আনবেন। আজ আমার গলায় যেখানে রশি পড়ার কথা ছিল, সেখানে ফুলের মালা পড়ানো হয়েছে।”

সমাবেশে অমুসলিম সম্প্রদায়ের সমর্থক প্রতিনিধিরাও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, যা ছিল ব্যতিক্রমী ও আলোচনার বিষয়।

অনুষ্ঠান শেষে দলীয় ঐক্য, ন্যায়ের শাসন ও গণতান্ত্রিক সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। রংপুর মহানগর ও আশপাশের জেলাগুলো থেকে আগত হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে রংপুর নগরী পরিণত হয় মিছিল ও জনসমুদ্রে। সমাবেশ ঘিরে ছিল প্রশাসনের নজরদারি ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top