এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরশুরাম উপজেলা শাখার ২০২৫-২৬ ইং সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার(৫ জুলাই) বিকালে পূর্ব সাহেবনগর ইউনুছিয়া মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে মজলিসে শুরার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- সংগঠনটির জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল গণি ভূঁইয়া, জেলা যুব মজলিশের সভাপতি মাও মোহাম্মদ শাহ জোনায়েদ, পরশুরাম উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা তালিম হোসাইন, মাওলানা আবদুর রাজ্জাক প্রমুখ।
কমিটিতে মাওলানা আবদুল হাই সভাপতি ও মাওলানা নোমান আল বারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মজলিসে শুরার অধিবেশনে উপজেলা কমিটি নির্বাচন করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবু তাহের ভূঁঞা,মাওলানা ইদ্রিস,সাংগঠনিক সম্পাদক মুফতি ইমরান বারী,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুউদ্দিন,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুন নবী,সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি আবদুল গোফরান,বায়তুল মাল সম্পাদক মাওলানা আবদুল হাই কাউছার,সমাজকল্যাণ সম্পাদক মুফতি খোরশেদ আলম, সহ সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবু বক্কর, প্রচার সম্পাদক মাওলানা আবদুল কাদের ও অফিস সম্পাদক পদে মাওলানা তাওহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম।