৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ভয়াবহ পরিণতি অনিবার্য: আহমেদ আযম খান

মনির হোসেন, সখিপুর উপজেলা প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ও আদর্শবিচ্যুতি মেনে নেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শনিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ও বহেড়াতৈল ইউনিয়নে বিএনপির পৃথক কর্মীসভায় তিনি বলেন, “দলীয় পরিচয়ে কেউ যদি চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট বা তদবিরের মাধ্যমে দলকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।”

সরকারের প্রতি কঠোর সমালোচনা করে তিনি বলেন, “জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণাম হবে ভয়াবহ—শেখ হাসিনার চেয়েও কঠিন। ১৭ বছরের একনায়কতান্ত্রিক শাসন বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। বিদেশে লক্ষ কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া বানানো হয়েছে। গণতন্ত্র ও মানবাধিকার পুরোপুরি হরণ করা হয়েছে।”

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে এবং আটিয়া বন অধ্যাদেশসহ গণবিরোধী সকল আইন বাতিল করা হবে।

কাকড়াজানে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হামজা সিকদার এবং বহেড়াতৈলে সভাপতিত্ব করেন প্রভাষক সুরুজ্জামান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাধারণ সম্পাদক আ. বাছেদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক এস. এম. সবুর রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাসেম আজাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক বাবুল সিকদার, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল, যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন, নূর-ই আযম, জাহিদুল ইসলাম জুয়েল রানা প্রমুখ।

নেতারা তৃণমূলের কর্মীদের আগামী দিনের আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top