৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িকে জেলায় রূপান্তরে ঘোষণা দিলেন : শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

দেশের বৃহত্তম উপজেলা ফটিকছড়িকে ৫টি উপজেলায় বিভক্ত করে একটি পরিপূর্ণ জেলায় রূপান্তর করার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে বলে জানিয়েছেন ভূজপুরের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, হেফাজতে ইসলামের নেতা এবং ফটিকছড়ি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। তিনি বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন, জামিয়া আবু বকর সিদ্দিক রা. মাদরাসা সহ অসংখ্য দ্বীনি সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক।

গতকাল (৫ জুলাই) বিকেলে ‘হুসাইন মুহাম্মদ শাহজাহান সমর্থক ফোরাম’ আয়োজিত “উন্নয়ন বঞ্চিত দেশের অন্যতম বৃহত্তম উপজেলা সংসদীয় আসন চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি)-এর উন্নয়ন পরিকল্পনা” শীর্ষক এক মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ফটিকছড়িতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আয়তন ও জনসংখ্যার বিবেচনায় সরকারি বরাদ্দ, অপরিকল্পিত কাজ এবং জন-প্রতিনিধিদের অনিয়ম-দুর্নীতির কারণে ফটিকছড়ি এখনও অন্যান্য জেলা ও উপজেলার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। অথচ চা-বাগান, রাবার-বাগান, সামাজিক বনায়ন, কৃষি, রেমিট্যান্স, হালদা নদী এবং গ্যাসসহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এ জনপদ।

তিনি বলেন, “শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ খাতে উন্নয়নে আমার বিশেষ পরিকল্পনা রয়েছে। তরুণদের অসামাজিক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে ফটিকছড়ির দক্ষিণ, মধ্যম ও উত্তরাঞ্চলে স্টেডিয়াম প্রতিষ্ঠা করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দল ও ধর্মীয় মুরব্বিদের অনুমতি নিয়ে নির্বাচিত হতে পারলে উপজেলাগুলোর প্রতিটি ইউনিয়নে একটি করে ফ্রি কম্পিউটার ট্রেনিং সেন্টার, একটি করে সেলাই প্রশিক্ষণ সেন্টার এবং একটি করে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ হাসপাতাল নির্মাণ করবো ইনশাআল্লাহ।

মতবিনিময় সভার উদ্বোধনী বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া ভূজপুরের মহাপরিচালক, হেফাজত নেতা মাওলানা জুনায়েদ বিন জালাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা এরশাদ বিন জালাল, ভূজপুর থানার সাধারণ সম্পাদক ও জামিয়া আবু বকর সিদ্দিক (রহ.) মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা এম. নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূজপুর সদর শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ দিদু, নেজামে ইসলাম পার্টির ভূজপুর শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা তারেকুল ইসলাম, বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক হাফেজ সেলিম মাহমুদ, হাফেজ রহমত উল্লাহ, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ওসমান এবং মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।

উল্লেখ্য, হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী একাধারে সমাজকর্মী, দানবীর এবং শিক্ষা-চিকিৎসা ও সামাজিক উন্নয়নকর্মী। তিনি বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দুই দশকেরও বেশি সময় ধরে ফটিকছড়ি ও দেশের বিভিন্ন অঞ্চলে টিউবওয়েল স্থাপন, সেলাই মেশিন বিতরণ, মসজিদ-মাদ্রাসা ও ঘর নির্মাণ, বিধবা ও এতিম লালন-পালন, গাভি বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান এবং গরিব-অসহায়দের জন্য আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

অনুষ্ঠানের শেষপর্বে তিনি ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের জন্য একটি কম্পিউটার উপহার প্রদান করেন, যা সাংবাদিক সমাজের কাজে বিশেষ সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top