৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক বাবা ও তাঁর শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের কৃষক মোস্তফা (৪৫) ও তাঁর পুত্র আবদুল্লাহ (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোস্তফা তাঁর শিশুপুত্র আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে নিজেদের জমিতে আমন ধানের বীজতলা প্রস্তুতের কাজ করছিলেন। কাজ শেষে আনুমানিক বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

আশেপাশের লোকজন বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

একই পরিবারের পিতা-পুত্রের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো আবদুল্লাহপুর গ্রাম এবং আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এমন ঘটনায় প্রতিবেশীরাও বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top