৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুলের গাছ কাটতে গিয়ে ধরা ছাত্রদল নেতা, তদন্তে পুলিশ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের গাছ কাটার সময় ছাত্রদলের এক নেতাকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। এ ঘটনা ঘটে রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে ডোমার উপজেলার পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

আটককৃত ব্যক্তি আশরাফুল আলম আশরাফ ওই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।

স্থানীয়রা অভিযোগ করেন, আশরাফুল আলম বন্ধের দিনে কোনো প্রকার নোটিশ বা বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গাছ কাটতে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন যুবলীগের পাঙ্গা মটকপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনজারুল ইসলাম ও ছাত্রলীগকর্মী শাফায়েত।

পাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শাফিন ইসলাম বলেন, “আশরাফুলের নেতৃত্বে স্কুল চত্বরে গাছ কাটা হচ্ছিল। সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।”

স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান জানান, “প্রধান শিক্ষক কিছুই জানতেন না। গোপনে গাছ কাটতে এসে ধরা পড়েন আশরাফুল। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি এই স্কুলের প্রেসিডেন্ট। কাউকে জবাবদিহি করতে বাধ্য না।’”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর শামসুদ্দিন রিয়াজি লিটনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে অভিযুক্ত আশরাফুল আলম দাবি করেন, “বিদ্যালয়ে নতুন গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে কিছু পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছ কাটা হচ্ছিল। সামনে অভিভাবক সমাবেশ থাকায় বন্ধের দিনকে কাজে লাগানো হয়। সঙ্গে কোনো রাজনৈতিক নেতাকর্মী ছিলেন না, যারা ছিলেন তারা স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী।”

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির নাম ব্যবহার করে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় গাছ চুরির ঘটনা আগেও ঘটেছে, কিন্তু সেগুলোর বিচার হয়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top