৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ট্রাক্টরের চাপায় ইজিবাইক যাত্রী নিহত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার মোড়লের ডাঙ্গা এলাকার বাইপাস সড়কে ট্রাক্টরের চাপায় এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন আইয়ুব আলী (৫৫)। তিনি জেলার সদর উপজেলার বেরুবন্দ এলাকার মৃত ভুট্টু মাহমুদের ছেলে এবং একজন পান ব্যবসায়ী ছিলেন।

রবিবার (৬ জুলাই) বিকেলে নীলফামারী বাইপাস সড়কের ঝন্টুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইয়ুব আলী জেলা শহরের ডাইলপট্টি এলাকার পান আড়ৎ বাজার থেকে পান কিনে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে বাইপাস সড়ক অতিক্রম করার সময় ইটবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এদিকে, একের পর এক এমন দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, বাইপাস সড়কে নিয়মিত ট্রাফিক নজরদারি ও গতিসীমা নিয়ন্ত্রণ না থাকায় সড়কে প্রাণ ঝরছে বারবার। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সড়কে বেপরোয়া যান চলাচল ঠেকাতে যথাযথ পদক্ষেপ না নিলে বাড়বে প্রাণহানি—মনোযোগ চাই কর্তৃপক্ষের।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top