নিজস্ব প্রতিনিধি:
গত বছরের ২৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লাল ব্যাজ ধারণের প্রথম প্রস্তাব কে দিয়েছিলেন – এ নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাদের মধ্যে দাবি-পাল্টা দাবি উঠেছে। রোববার (৬ জুলাই) তৎকালীন আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে দাবি করেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরই প্রথম এই প্রস্তাব দিয়েছিলেন।
আব্দুল কাদের তার পোস্টে লিখেছেন, “২৯ জুলাই সরকারি কালো ব্যাজের ঘোষণার পর ওইদিন বিকালে নাছির ভাইয়ের সঙ্গে আলোচনায় তিনি লাল ব্যাজ ধারণের প্রস্তাব দেন। আমরা ছাত্রদলের রাকিব ও নাছির ভাইয়ের সঙ্গে একাধিকবার এ বিষয়ে কথা বলি। পরে শিবিরের সাদিক কায়েম ভাইকে বিষয়টি জানালে তিনি সম্মতি দেন।”
তিনি আরও উল্লেখ করেন, আন্দোলনের সমন্বয়কারী দলের সদস্যরা প্রতিদিন কর্মসূচি চূড়ান্ত করার আগে আলোচনা করতেন। সেই আলোচনায় রিফাত রশিদ কালো কাপড় চোখে-মুখে বাঁধার প্রস্তাব দিলে তিনি নাছিরের লাল কাপড়ের প্রস্তাবটি পুনর্ব্যক্ত করেন। পরে নাছির উদ্দীন নাছির ও সাদিক কায়েমের সঙ্গে আলোচনা করে লাল কাপড় বাঁধার কর্মসূচি চূড়ান্ত করা হয়।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ এই দাবি খণ্ডন করে বলেন, লাল ব্যাজ ধারণের প্রস্তাব প্রথম তিনিই দিয়েছিলেন। তিনি জানান, শিবিরের তৎকালীন ঢাবি শাখা সভাপতি সাদিক কায়েমকে তিনি প্রথম এই প্রস্তাব দেন এবং পরে প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে সমন্বয়কদের পাঠান।
উল্লেখ্য, গত বছর ২৯ জুলাই সরকারি কালো ব্যাজের প্রতিবাদে ছাত্র আন্দোলনের অংশ হিসেবে লাল ব্যাজ ধারণের এই কর্মসূচি নেয়া হয়েছিল। কিন্তু প্রথম এই ধারণা কার – তা নিয়ে এখন দুই ছাত্র সংগঠনের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে।