৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গাজায় ইসরাইলি হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিলেন লুলা, ব্রিকস সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে জোরালো বক্তব্য

নিজস্ব প্রতিনিধি:

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে স্পষ্ট ভাষায় ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এই মন্তব্য করেন, যেখানে ফিলিস্তিন সংকটকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।

লুলা তার বক্তব্যে বলেন, “ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে, আমরা তা নীরবে মেনে নিতে পারি না। ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।” তিনি জোর দিয়ে বলেন, এই সংকটের স্থায়ী সমাধান হলো ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরাইল কর্তৃক দখলকৃত ভূখণ্ড থেকে সরে আসা।

দুই দিনব্যাপী এই সম্মেলনে ব্রিকসের পাঁচ সদস্য দেশ—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতৃত্বের পাশাপাশি সম্প্রতি সংগঠনে যোগ দেওয়া নতুন সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। আলোচ্যসূচিতে বৈশ্বিক পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান এবং সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন প্রস্তাব উঠে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, লুলার এই স্পষ্ট ভাষণ ব্রিকস জোটের ফিলিস্তিন ইস্যুতে অবস্থানকে আরও সুদৃঢ় করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমাগত সামরিক অভিযানের বিরুদ্ধে জোটের সমর্থনকে স্পষ্টভাবে তুলে ধরেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top