নিজস্ব প্রতিনিধি:
এবি পার্টির সাংগঠনিক সম্পাদক এম আমজাদ খানের চাচাত ভাতিজা খোরশেদ খান (২৯) ৫ জুলাই শনিবার সকাল ১১ টায় তার নানার বাড়ী দেওতলা (কালীগঞ্জ, গাজীপুর) এ কাঠাল গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরন করেন ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার জানাজার নামাজ গতকাল ৬ জুলাই বাদ যোহর কোটবাজালিয়া আদর্শ যুব কল্যাণ সংঘ মাঠে ( কাপাসিয়া, গাজীপুর) অনুষ্ঠিত হয়।
এ সময় এবি পার্টির সাংগঠনিক সম্পাদক এম আমজাদ খান বলেন, খুরশেদের এই মৃত্যুতে আমাদের আবারও শিক্ষা দিয়ে গেছে মৃত্যুর কোন বয়স নেই, যে কোন সময়, যে কোন মানুষের মৃত্যু হতে পারে, অতএব আমাদের কে মৃত্যুর জন্য সর্বদায় প্রস্তুত থাকতে হবে।
তিনি খোরশেদ খানের বড় ছেলে যোবায়ের (৬) খানের ভরণপোষণ ও লেখা পড়ার দায়িত্ব গ্রহণ করে উপস্থিত সকলের কাছে দোয়া চান আল্লাহ যেন তৌফিক দান করেন।
এসময় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, জামায়াতের চাঁদপুর ইউনিয়ন সভাপতি মাও: এসএম ছোলাইমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান, যুবদল সভাপতি আশরাফুল ইসলাম, যুবনেতা আশরাফুল, ইন্জি: মনির হোসেন, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আহাম্মেদ হোসেন, ওয়ার্ড যুবদল সভাপতি জাকারিয়া খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুর সময় খোরশেদ খান স্ত্রী, দুই নাবালেক সন্তান যোবায়ের (৬) আব্দুল্লাহ (৩) এছাড়াও পিতা আবুল হোসেন খান, বড় ভাই আবুল কাশেম খান ও এক বোন আছমা খানমকে রেখে না ফেরার দেশে চলে যান।