৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কাকরাইলে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গে পুলিশের জলকামান ও গ্রেনেড ব্যবহার

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। সোমবার (৭ জুলাই) দুপুরে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

ঘটনাস্থলে দেখা গেছে, পুলিশ প্রথমে আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য আহ্বান জানায়। কিন্তু তারা না মানায় বেলা সোয়া ১২টার দিকে পুলিশ জলকামানের পানি ও কমপক্ষে ৬টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন এবং কিছু আন্দোলনকারীকে আটক করা হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের মৎস্যভবনের দিকে সরিয়ে নেয়।

ইতোপূর্বে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আন্দোলনকারীদের প্রতিনিধি পাঠানোর পরামর্শ দেন এবং ১০ মিনিটের আলটিমেটাম দেন। কিন্তু আন্দোলনকারীরা অবস্থান অব্যাহত রাখলে পুলিশ বলপ্রয়োগ শুরু করে।

আন্দোলনকারীরা তিন দফা দাবি জানিয়ে আসছেন, যার মধ্যে রয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ, পিলখানা হত্যাকাণ্ড তদন্ত কমিশনের কিছু ধারা বাতিল এবং বিডিআর নাম পুনর্বহালসহ বন্দি সদস্যদের মুক্তি। বেলা পৌনে ১২টায় শাহবাগ থেকে শুরু হওয়া তাদের মিছিল কাকরাইল মসজিদ মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে এবং সেখানেই তারা অবস্থান নেয়।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top